১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজনীতি থেকে অব্যাহতির সিদ্ধান্ত কৃষকলীগ নেতার।

প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
রাজনীতি থেকে অব্যাহতির সিদ্ধান্ত কৃষকলীগ নেতার।

Sharing is caring!

স্টাফ রিপোর্টার ,শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু

গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক সমস্যা দেখিয়ে ইউনিয়ন কৃষকলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছেন হাফিজুর রহমান সুমন নামের এক কৃষকলীগ নেতা।
হাফিজুর রহমান ইউনিয়নের বালাবামুনিয়া(বাবাজিপাড়া) গ্রামের রফিক মন্ডলের ছেলে
২৭ আগস্ট মঙ্গলবার ইউনিয়নের ফকিরহাট বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান,দীর্ঘদিন থেকে তিনি কৃষকলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন,সবশেষ তিনি উপজেলার পবনাপুর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি জানান ২৭আগস্ট মঙ্গলবার থেকে কৃষকলীগ কিংবা আওয়ামী লীগ বা তার সহযোগি সংগঠনের সাথে তার আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও জড়িত থাকবো না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান,ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দলের সাথেই তিনি নিজেকে জড়াবেন না। এ সময় তার স্ত্রী পারভিন সুলতানাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।