Sharing is caring!
স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু
পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাহিত্যে ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিমকে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতকারীরা।
জানা যায়, গত ১৮ আগস্ট রবিবার রাত ৮টার দিকে সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিম কোমরপুর চৌমাথা থেকে অটোরিকশা যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর মৌজাস্থ জনৈক আবু দারেরা মন্ডলের দোকানের সামনে পৌছামাত্র ৭/৮ জন দুষ্কৃতকারী ৪টি মোটরসাইকেল নিয়ে অটোরিকশার গতি রোধ করে সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিমকে হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা লোহার পাইপ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়।
দুষ্কৃতকারীদের মারপিটে সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিম গুরুতর আহত হলে স্থানীয় তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহন করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।