১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ন দাস পিজি হাসপাতালে।

প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৪
জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ন দাস পিজি হাসপাতালে।

Sharing is caring!

স্টাফ রিপোর্টার শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।

জাতীয় পতাকার অন্যতম নকশাকার(আকিয়ে) বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ন দাস শিবুদাকে দেখতে বিএসএমএমইউ(পিজি হাসপাতাল) জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ অন্যান্য জাসদ নেতৃবৃন্দ।
জনাব শিবনারয়ন দাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত বিএসএমইউ’র কবিন ব্লকে ৬ষ্ঠ তলায় আইসিইউতে ভর্তি করা হয়। এ সংবাদ পেয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, শ্রমিক জেট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-,সম্পাদক ধীমান বড়ুয়া, কুমিল্লা জেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী সাইমুল হক অন্যান্য নেতৃবৃন্দ হাসপাতালে তাকে দেখতে যান। জাসদ সভাপতি শিব নারায়ন দাসের একমাত্র ছেলে অনর্ব এবং আইসিইউতে কর্তব্যরত ডাক্তারের কাছে জাতীয় পতাকার এ অন্যতম নকশাকারের শারীরিক অবস্থার খোজ খবর নেন।