১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪
ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

Sharing is caring!

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: আসন্ন ঈদে শহরকে যানজট মুক্ত করতে এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের দু’পাশে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।

আজ শনিবার (২৩ মার্চ) দুপুরে শহরের থানা মোড়ে এই অভিযান শুরু করা হয়।

এ সময় হাইওয়ে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জাকারিয়া ইসলাম,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল অলম শাহ, ট্র্রাফিক পুলিশের ইন্সপেক্টর মঞ্জুর,থানার সেকেন্ড অফিসার প্রলয় বর্মাসহ হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত ডিআইজি জাকারিয়া ইসলাম সাংবাদিকদের বলেন, ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য রমজান মাসজুড়ে এই অভিযান অব্যহত থাকবে। অভিযানের প্রথম দিনে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় থেকে হাইস্কুল মোড় এবং দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম চার মাথা মোড় পর্যন্ত বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।