৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নাগরপুরে দুটি রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি টিটু।

প্রকাশিত মে ২৮, ২০২৩
নাগরপুরে দুটি রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি টিটু।

Sharing is caring!

শফিকুল ইসলাম সবুজঃ (টাংগাইল)

টাঙ্গাইলের নাগরপুরে দুটি রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি টিটু। নাগরপুর উপজেলাধীন ধুবড়িয়া আর এইচ ডি-সাতগাছা (বেকড়া সাতগাছা) সড়ক পর্যন্ত ৫০০ মিটার পাকা রাস্তার ভিত্তির প্রস্তর ও ঘুনিপাড়া আর এইচ ডি সাতগাছা সড়ক উন্নয়ন চেঃ ১০০০-২০০০ মিটার কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। রবিবার দুপুরে দুইটি রাস্তার ভিত্তির প্রস্তর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃহুমায়ুন কবির,বেকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ শওকত হোসেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপু, চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান শাকিল. গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাফুজুর রহমান এমবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন,সাধারন সম্পাদক সজীব মিয়া সহ আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠন এর নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।