৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এনজিও খুলে ১২ কোটি টাকা নিয়ে পালায়ন প্রতারক

admin
প্রকাশিত মে ১, ২০২৩
এনজিও খুলে ১২ কোটি টাকা নিয়ে পালায়ন প্রতারক

Sharing is caring!

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল সদর উপজেলার বরুহা বাজারে নাইন স্টার নামে এক এনজিও খুলে পাবলিকের মাথায় টুপি পড়িয়ে ১২ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যায় শফিকুল নামে প্রতারক। কিন্তু সাথে থাকা আরো ৮ স্টার বহাল তবিওতে থাকলেও তাদের কাছে ভিরতে পারেনি পাওনাদারেরা।

এ বিষয়ে থানায় অভিযোগ ও কোর্টে মামলা করলেও মিলেনি কোন সুরহা। হতাশ জনতা অবশেষে আজ সোমবার (১লা মে) ৮স্টারের এক স্টার ইয়াছিন নামে এক পার্টনার কে দোকানের ভিতর রেখে বাহিরে তালা বন্ধ করে রাখে। বিষয়টি নিয়ন্ত্রনের বাহিরে চলে গেলে ঘটনাস্থলে চলে যায় পুলিশ। পরে পুলিশ ইন্সপেক্টর আবুল বাসার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে তাতেও ক্ষেপে যায় জনতা।

জনতার অভিযোগ এসআই বাসার এর আগে বার বার প্রতিশ্রুতি দিলেও অদৃশ্য শক্তিবলে তা আর সমাধান হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় সাংবাদিকদের একটি টিম পরে তারা উত্তেজিত জনতার সাথে কথা বলে এসআই বাসার ও বাজার কমিটির লোকদের সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আগামী শনিবার শালিশী বৈঠকের মাধ্যমে পাওনাদারদের টাকা বুঝিয়ে দেওয়ার আশ্বাসদেন ইয়াছিন’সহ বাকি স্টার’রা।