১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ডিমলায় বই বিতরণ উৎসব পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৩
ডিমলায় বই বিতরণ উৎসব পালিত

Sharing is caring!

 

মোঃতারাজুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ সারাদেশে মতই নীলফামারীর ডিমলা উপজেলা প্রিমিয়ার রেসিডেন্সিয়াল মডেল স্কুল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে।

জেলার ডিমলা উপজেলার অত্র শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩শিক্ষাবর্ষের নার্সারি শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পহেলা জানুয়ারী বই উৎসব পালনে সকল শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।আর নতুন বইয়ের ঘ্রানে বিদ্যালয় গুলোর প্রাঙ্গন সুবাসিত হয়ে উঠেছে।

প্রিমিয়ার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বই উৎসবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোজাম্মেল হক সাবেক চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখা।

বিশেষ অতিথি ছিলেন বাবু সুনীল কুমার রায় সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখা,রেজাউল করিম সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঝুনাগাছচাপানী শাখা, ডাঃ রেজাউল হক পল্লী চিকিৎসক চাপানী হাট, রফিকুল ইসলাম সাবেক ইউপি সদস্য প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাহবুবার রহমান সভাপতি অত্র শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যাপক তিস্তা ডিগ্রি কলেজ। প্রধান শিক্ষক হাছানুর রহমানের সঞ্চালনায় উৎসবের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা,ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ, সকল ছাত্র /ছাত্রী উপস্থিত ছিলেন। অলোচনা ও বই বিতরণ উৎসব শেষে প্রিমিয়ার রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য ও দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।