৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে দুই প্রহরী ও এক শ্রমিককে আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২২
টাঙ্গাইলে দুই প্রহরী ও এক শ্রমিককে আটক

Sharing is caring!

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে কাঠ বোঝাই ট্রাক থেকে ঘুষ নেওয়ার সময় বন বিভাগের দুই প্রহরী ও এক শ্রমিককে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাঙ্গাইল অফিসের এনফোর্সমেন্ট টিম। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ সাদেক জানান, টাঙ্গাইল জেলা বন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে চেকপোস্ট পার হওয়া বাবদ ঘুষ দাবির অভিযোগ পাওয়া যায়। তার ভিত্তিতে দুদকের টাঙ্গাইল অফিসের একটি টিম অভিযান চালায়। অভিযানের সময় ছদ্মবেশে থাকা দুদক এনফোর্সমেন্ট টিম টাঙ্গাইল বনবিভাগের দুই জন প্রহরী ও এক শ্রমিককে কাঠ বোঝাই ট্রাক থেকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করে।

দুদক সূত্রে জানা যায়, বন বিভাগ থেকে টিপি বা ট্রানজিট পাস নিতে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা ঘুষ লেনদেন হয়। সেই টিপি বা ট্রানজিট পাস নিয়ে টাঙ্গাইলের করটিয়া চেকপোস্টে দেখালে কাঠের ট্রাক পরীক্ষা শেষে ছাড়পত্র প্রদান করা হয়। যার জন্য কাঠের মান ভেদে ১৭০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান জানান, অভিযুক্ত দুই বন প্রহরীকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও জড়িত অন্যান্য কর্মকর্তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।