১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নেত্রকোনা সরকারি কলেজ শাখায় বাংলাদেশ ছাত্রলিগের কমিটির অনুমোদন

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২২
নেত্রকোনা সরকারি কলেজ শাখায় বাংলাদেশ ছাত্রলিগের কমিটির অনুমোদন

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টার: নেত্রকোনা সরকারি কলেজ শাখায় ছাত্রলিগের (৩৫) সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় আট বছর পর এই কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (০২ ডিসেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ক‌মি‌টিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মোঃ সৈয়দ আল রাকিব । এছাড়া সহ সভাপতি করা হয়েছে – সৈয়দ আল রাকিব।এছাড়াও সহ সভাপতি করা হয়েছে মীর রাকি, বিদুর সাহা স্পর্শ, আসিফ খান, এহসামুল হক নাবিল, সুমিত কুমার দে,আজিজুর রহমান,মোঃ শফিকুর রহমান শফিক, মেহেদী হাসান সাগর, সাদিউল আলম রাজু,মেহেদী হাসান, জয় সূর্যপাল জয়, শিশির সরকার, তৌহিদুল ইসলাম তানিম, মীর সোহান, জুনায়েদ আহমেদ জিতু,আব্দুল আল নোমান।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন –শহীদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে -মেহেদী হাসান রানা, আবু সাবেদ খান, আহমেদ সগীরফুয়াদ,নাইমুল হাসান নাঈম,আজিজুল হক সাদী,আরিয়ান সরকার রাকিব, মোঃ মোস্তাকিম হোসেন সোহাগ, মাহমুদুল হাসান ইমন,সোবায়ের হোসেন আপন,সাথী ধর গুপ্ত, জাহিদ আলম পূর্ণ,এম এম মাহফুজ আলম ভূইয়া,

ও সাংগঠনিক সম্পাদক – জান্নাতুল হাসান, ফেরদৌস আহমেদ শান্ত, মেহেদী হাসান স্বাধীন সহ (১৭) জন।

আগামী এক বছরের জন্য এই ক‌মি‌টির অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞ‌প্তিতে জানানো হয়।