৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২
প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

Sharing is caring!

 

 

স্টাফ রিপোর্টার নীলফামারী : প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তা পরিচয়ে মোবাইল ফোনে জেলা প্রশাসককে চাকরির সুপারিশ করার অভিযোগে এক প্রতারককে আটক করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওই প্রতারকের নাম মমিনুল ইসলাম। তিনি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্বরামখানা চৌধুরীটারি গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ চলাকালে প্রধানমন্ত্রীর দফতরের (১৫) পরিচালক পরিচয় দিয়ে নীলফামারী জেলা প্রশাসককে মোবাইল ফোনে এক পরীক্ষার্থীর বিষয়ে সুপারিশ করেন মমিনুল। বিষয়টি পুলিশকে জানালে তার অবস্থান শনাক্ত করে আটক করা হয়। এ ঘটনায় নীলফামারী থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।