১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

পত্নীতলা বসতবাড়ি তল্লাশী করে ১১ হাজার পিছ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২২
পত্নীতলা বসতবাড়ি তল্লাশী করে ১১ হাজার পিছ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট

Sharing is caring!

 

মোঃ মাহাবুব আলম,ন‌ওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ১১ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শাহীন ও স্ত্রীগুলশান কে আটক করা হয়েছে।

আজ বুধবার (২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পত্নীতলা থানা পুলিশ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে পত্নীতলা পুরাতন বাজার এলাকায় মেসার্স শাহীন মেডিকেল স্টোর এর প্রোপাইটর মো. শাহীনুর ইসলাম শাহীন (৩৭) এর বসতবাড়ি তল্লাশী করে ১১ হাজার পিছ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গরিবের ইয়াবা নামে পরিচিত অবৈধ ওই ট্যাবলেট রাখার অপরাধে মো. শাহীনুর ইসলাম শাহীন (৩৭) ও তার স্ত্রী মোছা. গুলশান আরা (৩০)কে গ্রেফতার করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা প্রক্রিয়াধীন।