২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, মাদারীপুরে একদিনে আক্রান্ত ১৯

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, মাদারীপুরে একদিনে আক্রান্ত ১৯

ছবিঃ সংগৃহীত

Sharing is caring!

স্টাফ রিপোর্টার মাদারীপুর :- মাদারীপুর সদর ও রাজৈরে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন। এর মধ্যে রাজৈর উপজেলারই ১৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৫৪ জন ছাড়াল।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, বর্ষা শেষ হলেও মাদারীপুরে প্রতিদিন বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বাদ যাচ্ছে না শিশু, কিশোর কিংবা বৃদ্ধ। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন ২০ জন। এর অর্ধেকের বেশিই রাজৈর উপজেলার বাসিন্দা।

চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৩৫৪ জন এই রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৩০ জন। মোট আক্রান্তের মধ্যে রাজৈর উপজেলায় রোগীর সংখ্যা ১৮৩ জন।

এদিকে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবাই সচেতন না হলে এই পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।

মাদারীপুরের মেডিকেল অফিসার ডা. সালমান চৌধুরী অভিযোগ পত্রিকা কে জানান, রোগীর চাপ সামলাতে নাজেহাল অবস্থা চিকিৎসক ও নার্সদের। এমতাবস্থায় এডিশ মশার বংশবৃদ্ধি রোধে বাড়ির আঙিনা ও বাসার ছাদে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে জেলা সদর ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির রোগীর সংখ্যা ২৪। যার মধ্যে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি রয়েছেন ১৩ রোগী।

এদিকে শুধু রাজৈর উপজেলাতে ১৮৩ রোগী আক্রান্ত হয়। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬৮ রোগীকে। নতুন করে এখানে ভর্তি রয়েছেন ১৩ রোগী।