১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সোনাইমুড়ীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২
সোনাইমুড়ীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৩৬) সোনাইমুড়ৃী পৌরসভার পাপুয়া গ্রামের দুলাল সর্দারের ছেলে। রবিবার(১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানা পুলিশ সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বারাহীপুরের টোকিও ব্রিক ফিল্ড বেড়ীর মাথা কাঁচা রেজার ঘরের সামনে ফেন্সিডিল বিক্রয় করা অবস্থায় তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।