১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চাটখিল বাজারের ফুটপাত,অবৈধ দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২২
চাটখিল বাজারের ফুটপাত,অবৈধ দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল পৌরসভার পুর্ব বাজার ব্যাংক রোড ও কাঁচা বাজার রোডকে অবৈধ দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া। শুক্রবার বিকেলে গ্রাম্যমান আদালত পরিচালনা করে, রাস্তা দখল করে ফুটপাতে গড়ে তোলা দোকান পাট উচ্ছেদ করেন তিনি। চাটখিল পৌরসভার বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথচারী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন এই উচ্ছেদের ফলে বাজারে সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাছাড়া জনগনের চলাচলে দুর্ভোগ কিছুটা কমবে। ফুটপাত দখল মুক্ত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চাটখিল পৌরসভার সর্বস্তরের জনগণ অভিনন্দন জানিয়েছেন। কোন ভাবেই যেন ফুটপাত আবার অসাধু ব্যবসায়ীদের দখলে চলে না যায়, সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন পৌরবাসী।