২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

নোয়াখালীর ডিবি পুলিশ ১৮ জন কিশোরগ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২
নোয়াখালীর ডিবি পুলিশ ১৮ জন কিশোরগ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ

২৩ শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ জন কিশোরগ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। নোয়াখালীর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নাজিম উদ্দিনের বরাত দিয়ে, পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম দৈনিক নয়া বঙ্গবাজারকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম বলেন গ্রেফতারকৃত, কিশোরগ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।