২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

খিলপাড়ায় ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাটখিল থানার পুলিশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২২
খিলপাড়ায় ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাটখিল থানার পুলিশ

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল থানাধীন খিলপাড়া শংকরপুরের মাদক ব্যবসায়ী নুর হোসেনকে গ্রেফতার করেছে থানার পুলিশ। ১৫ সেপ্টেম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের নেতৃত্বে এসআই কামরুজ্জামান,এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার নিকট হতে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের উদ্ধৃতি দিয়ে, নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নুর হোসেন (২৫), পিতা-দুলাল মিয়া, খিলপাড়া ইউনিয়নের শংকরপুরের বাসিন্ধা এ মাদক ব্যবসায়ী তার সহযোগীদের সহায়তায়, দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত নুর হোসেন ও তার সহযোগী মোঃ লিটন (২৫), পিতা-নুর আলম, সাং-শংকরপুর (পোদ্দার বাড়ী), থানা-চাটখিল, জেলা-নোয়াখালীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে চাটখিল থানায় মামলা দায়ের করা হয়েছে।