১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নোয়াখালীতে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২২
নোয়াখালীতে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Sharing is caring!

নোয়াখালীতে এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগে, মেহেদী হাসান রাজু (৩৫) নামের এক যুবকে গ্রেফতার করেছে নোয়াখালীর ডিবি পুলিশ। ১১ সেপ্টেম্বর রোববার দুপুর ১২ টার দিকে মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অশ্লীল ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়েছে। এতে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া যায়। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম, বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মেহেদী হাসান রাজু ভুক্তভোগী নারীর ননদের স্বামী। ২০১৯ সালে তাদের বাড়িতে ননদসহ (স্বামীর বোন) বেড়াতে এসে রাতে পরিবারের অন্য সদস্যসহ গৃহবধূকে কোমল পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে নিজের মোবাইলে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করে রাজু।পরে অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানিয়ে ব্লাকমেইল করে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে সে। সবশেষ চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে পুনঃরায় তাকে ধর্ষণ করে রাজু। পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।