৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২২
নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক

Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে ৭ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত আসমা বেগম (৩০) সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের ইউনুছের স্ত্রী। জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার পুরাতন পুলিশ কোয়ার্টার থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও ৮ গ্রাম আইচ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাতে জেলা মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত নারী ও তার স্বামী দীর্ঘদিন কক্সবাজার উখিয়া থেকে মাদক এনে বিভিন্ন স্থানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সময় তার স্বামী ইউনুছ টের পেয়ে পালিয়ে যায়।