৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাটখিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ-জরিমানা ৪০হাজার টাকা

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২২
চাটখিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ-জরিমানা ৪০হাজার টাকা

Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধিঃ

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায় বুধবার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করে ৫০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করেন। এসময় মাছে জেলি মিশ্রিত করার দায়ে দুই মৎস্য ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়ি মাছগুলো ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল মাছ বাজারের মৎস্য ব্যবসায়ী নুর মোহাম্মদ শেখ এর মৎস্য আড়ৎ থেকে ৩৫ কেজি ও আবু তাহের এর মৎস্য আড়ৎ থেকে ১৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে মৎস্য ও মৎস্য পণ্য পরির্দশন এবং মান নিয়ন্ত্রণ আইন -২০২০ এর ৩১ ধারায় উভয় ব্যবসায়ীর ২০হাজার টাকা করে ৪০টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।