১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইয়াবা সহ মাদক ব্যবসায়ী দেলোয়ারকে গ্রেফতার করেছে চাটখিল থানার পুলিশ

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২২
ইয়াবা সহ মাদক ব্যবসায়ী দেলোয়ারকে গ্রেফতার করেছে চাটখিল থানার পুলিশ

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে, খিলপাড়া ইউনিয়নের সাধুরখিল থেকে মাদক ব্যবসায়ী দেলোয়ারকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দেলোয়ার দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানিয়েছেন। থানা সূত্রে জানা গেছে জানাগেছে, ১৬ই আগস্ট রাতে চাটখিল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে এসআই,ফারুক আহাম্মদ শাহ,সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দেলোয়ার হোসেন মুরাদ (৩০), পিতা-আব্দুল হাসেম, সাং-উত্তর সাধুর খিল (রঞ্জন আলী চৌধুরী বাড়ী) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।