১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাভার খাগানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২০

Sharing is caring!

সাভার খাগানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 

আব্দুল জলিল মিয়া,সাভার প্রতিনিধিঃ-

সাভারের খাগান এলাকায় সিমেন্টের মিক্সিং এক ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম (৩১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে সাভার-মিরপুর সড়কের খাগান এলাকার সিটি ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম কুমিল্লা জেলার লালমাই থানার আব্দুল মজিদ মিয়ার ছেলে। তিনি গ্রামীন শক্তি নামের একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানের এর কলমা শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে সাভার-মিরপুর সড়কের হয় কলমা যাচ্ছিলো আমিনুল। এসময় খাগান এলাকায় পৌছালে আকিজ সিমেন্ট কোম্পানি লিঃ এর সিমেন্ট মিক্সিং ট্রাক অভার টেক করতে গিয়ে সড়কে পড়ে গিয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।