১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু, আহত-২

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
ঝিনাইদহে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু, আহত-২

Sharing is caring!

Manual6 Ad Code

সুলতান আল একরাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

Manual5 Ad Code

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে টুকটুগি বেগম (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার দুপুরে নাকোইল গ্রামের জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

স্থানীয়রা জানায়, নাকোইল গ্রামের স্বপন জোয়ার্দ্দারের স্ত্রী টুকটুকি বেগম রান্না ঘরে রান্না করছিল। হঠাৎ সেখানে আগুন ঘরে যায়। মুহুর্তের মধ্যে তা আশপাশের বাড়ী ঘরে ছড়িয়ে পড়ে।

Manual1 Ad Code

 

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় গৃহবধু টুকটুকি। দগ্ধ হয় টুকটুকি বেগমের মা শিউলি বেগম ও স্থানীয় চনের উদ্দিণ নামের এক ব্যক্তি। পুড়ে যায় ৫ টি বাড়ি ঘর। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, আগুনে স্বপন জোয়ার্দ্দার, চনের উদ্দিন জোয়ার্দ্দার, এমদাদুল জোয়ার্দ্দার, নজির উদ্দিন জোয়ার্দ্দার ও উসমান জোয়ার্দ্দেরের বাড়ি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্টিকের কারণেই এ অগ্নিকান্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।