১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রংপুরের পীরগাছায় রেলের ইন্জিনের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত-৪ আহত-৩

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
রংপুরের পীরগাছায় রেলের ইন্জিনের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত-৪ আহত-৩

Sharing is caring!

Manual2 Ad Code

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানঃ

Manual1 Ad Code

রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর রেলষ্টেশননের রেল গেট সংলগ্নে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটো চালকসহ ৪ জন অটো যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছে। আহত যাত্রীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

 

প্রত্যক্ষদর্শী সুএে জানা যায়, সোমবার দুপুরে পীরগাছার অনন্তরাম দশগা কোনাপাড়া মেয়ের শশুর বাড়ী থেকে ব্যাটারী চালিত অটো রিক্সা যোগে লালমনিরহাট যাওয়ার পথে অন্নদানগর রেলষ্টেশনের দক্ষিণ গেট টি-১২১/এফ নং এ পৌছিলে পার্ব্বতীপুর লোকো শেড থেকে বোনারপাড়া গামী ২৪০২ নং ইঞ্জিন টি অটো রিক্সাকে ধাক্কা দেয়।

Manual4 Ad Code

 

এসময় ঘটনাস্থলেই পীরগাছার কিসামত সুখানপুকুর গ্রামের অটো চালক হামিদুল ইসলাম দুখু (৩৫),লালমনিরহাটের নুরন্নাহার বেগম (৩২)সহ ২ জন মারা যান।ঘটনাস্থলেই মারা যায় এবং পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠীয়ে দেন এদের মধ্যে মোস্তাফিজার রহমান (৩০) ও সুমী বেগম (২৮) নামে আরো ২ জন পরে মারা যায় এবং আহত ফেরদৌসী বেগম ও হামিদা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও এলাকাবাসী বলেন, ওই রেল গেটে ঐ সময় কোন গেটম্যান ছিল না।

Manual3 Ad Code