১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী সড়ক দুর্ঘটনায় শিক্ষা অফিসের হেডক্লার্ক সুলতান আহম্মেদ নিহত

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২০
পটুয়াখালী সড়ক দুর্ঘটনায় শিক্ষা অফিসের হেডক্লার্ক সুলতান আহম্মেদ নিহত

Sharing is caring!

Manual6 Ad Code

এস আল-আমিন খানঁ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাটে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হেডক্লার্ক মো: সুলতান আহম্মেদ (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পটুয়াখালী-বরিশাল সড়কের লেবুখালী ফেরীঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বরিশালগামী আল-আমীন পরিবহন (বরিশাল মেট্রো-ব ১১-০০২১) নামের যাত্রীবাহী বাসটি দ্রুত ফেরীতে ওঠার সময় চাপা দিলে পথচারী সুলতান আহমেদ গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

Manual4 Ad Code

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যু ঘোষনা করে। নিহত সুলতান আহমেদ পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হেডক্লার্ক পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাউফল উপজেলায় বলে জানা গেছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালাতক রয়েছে।

Manual6 Ad Code