১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চৌগাছায় স্কুল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৭ শিশু শিক্ষার্থীসহ আহত ৯

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০
চৌগাছায় স্কুল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৭ শিশু শিক্ষার্থীসহ আহত ৯

Sharing is caring!

Manual7 Ad Code

বি,এম উজ্জল হোসেন,চৌগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের চৌগাছায় সবুজকুঁড়ি আইডিয়াল স্কুলের ভ্যানে ট্রাকের ধাক্কায় ৭ শিশু শিক্ষার্থী, এক অভিভাবক ও ভ্যানটির চালক আহত হয়েছেন।

 

আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

 

গুরুতর আহত শিক্ষার্থী তৃষাকে (১০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

Manual3 Ad Code

 

শনিবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছে। তবে ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

 

আহতরা হলেন, ভ্যানটির চালক ইদ্রিস আলী (৫০), অভিভাবক চাঁদপাড়া গ্রামের পান্নার স্ত্রী পলি বেগম (৩০) ও তার দুই সন্তান শিক্ষার্থী পুস্প (১২) ও পরশ (৫), একই গ্রামের ফিরোজের মেয়ে তামান্না তাবাসসুম তৃষা (১০), জহুরুলের ছেলে তারিফ (১০), সোহাগের ছেলে সাইমুন (১১), আব্দুর রহিমের মেয়ে তিহামিম (৬) ও রনির মেয়ে জবা (৫)।

 

স্কুলের প্রধান শিক্ষক শফিকুল আজম মিল্টন জানান, প্রতিদিনের মত শনিবার সকালে স্কুলটির শিক্ষার্থী বহনকারী ভ্যানটি শিক্ষার্থীদের নিয়ে চাঁদপাড়া গ্রাম থেকে চৌগাছা শহরে স্কুলে আসছিল।

Manual1 Ad Code

 

সকাল পৌনে আটটার দিকে ভ্যানটি চৌগাছা-মহেশপুর সড়কের বর্ষাগাড়ি খালের কাছে আসলে চৌগাছা থেকে মহেশপুগামী একটি বাসকে সাইড দিচ্ছিল।

Manual7 Ad Code

 

এসময় মহেশপুরে দিক থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৮৬১) ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়।