১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাগুরায় আগুনে আখ পুড়ে ছাই

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২০
মাগুরায় আগুনে আখ পুড়ে ছাই

Sharing is caring!

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর থানার সিতারামপুর গ্রামের কৃষক বকুল বিশ্বাস ও হারুন বিশ্বাসের ২ বিঘা জমির আখ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে। আজ রবিবার দুপুর ৩ টার সময় এ ঘটনা ঘটে। কৃষক বকুল বিশ্বাস জানান, দুপুর ৩টার সময়ে আমার আখ ক্ষেতে আগুন লাগার খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস অফিসে মোবাইল ফোনে জানাই। ফায়ার সার্ভিসের টিম আসার আগেই আখ ক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে। অপর কৃষক হারুন বিশ্বাস জানান, আমার গ্রামের যে লোক আমার ক্ষেতে শত্রুতা করে আগুন লাগিয়েছে তাকে আমি চিনেছি। আমি মাগুরা সদর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দিব।

এ বিষয়ে স্থানীয় প্রতক্ষ্যদর্ষী প্রভাষক জাহাঙ্গীর আলম কানন সাপ্তাহিক অভিযোগকে বলেন, শুনেছি বিড়ির আগুন থেকে সুত্রপাত হয়ে আখ ক্ষেতে আগুন লেগেছে । তবে যাই হোক বিড়ির আগুন থেকে সুত্রপাত হলেও এগুলো আইনত দন্ডনীয় অপরাধ। যদি এ ধরনের ঘটনাই হয় তবে তাদের বিচার হওয়া উচিত। এ বিষয়ে মাগুরা ফায়ার সার্ভিসের ষ্টেষন অফিসার সোহাগ জামান বলেন, রবিবার দুপুর ৩টার দিকে পৌরসভার সিতারামপুর গ্রামে আখ ক্ষেতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে আখ ক্ষেতের আগুন নেভানোর চেষ্টা করে। এতে কৃষকদের বাকি জমির আখ রক্ষা করা সম্ভব হয়েছে। তবে আগুনে লাগা এ আখ কোন কাজেই আসবেনা।

Manual1 Ad Code