১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাগুরায় সড়ক দূর্ঘটনায় বিজিবির সদস্যর মৃত্যু

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২০
মাগুরায় সড়ক দূর্ঘটনায় বিজিবির সদস্যর মৃত্যু

Sharing is caring!

Manual1 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

সড়ক দূর্ঘটনায় বিজিবির নায়েক হুমায়ন কবির চিকিৎসাধীন অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

 

Manual4 Ad Code

গত বুধবার ২৯ জানুয়ারি দুপুরে মাগুরা শালিখা উপজেলার সিংড়াবাজারে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সামনাসামনি ধাক্কা লাগলে বিজিবি দম্পতি আহত হন।

 

নিহত হুমায়ন কবির মাগুরা শালিখা উপজেলার তালখড়ি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি কক্সবাজার বিজিবি ব্যাটালিয়নের রাইফেল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আর আইবি) শাখায় কর্মরত ছিলেন।

 

নিহতের স্বজনরা জানান, বার্ষিক ছুটিতে ১৪ জানুয়ারি ২০২০ ইং তারিখে হুমায়ন কবির ছুটিতে বাড়িতে আসেন। বুধবার দুপুরে হুমায়ন কবির তার স্ত্রী লাভলী খাতুনকে নিয়ে মোটরসাইকেলযোগে সিংড়া বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন।

 

Manual6 Ad Code

সিংড়া বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিজিবি দম্পতি মারাত্মক ভাবে আহত হন। আহতদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

Manual1 Ad Code

চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকালে হুমায়ন কবিরের মৃত্যু হয়। আহত লাভলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Manual2 Ad Code