১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
যশোরে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩

Sharing is caring!

Manual6 Ad Code

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার -ছবি : অভিযোগ

 

Manual7 Ad Code

মোঃ কামাল হোসেন,যশোর থেকে ::
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে শিশুসহ আরও দুজন।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), শহরের রবীন্দ্রনাথ সড়ক (আরএন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন ইয়াশা (৩০) এবং একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)।

 

আহতরা হলেন- নিহত তিথীর ছেলে মনিরুল (৪) ও তাদের আত্মীয় হৃদয় (৩০)। নিহতদের মধ্যে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা ও তানজিলা ইয়াসমিন ইয়াশা আপন বোন ও তিথী তাদের ভাবি।

Manual3 Ad Code

 

জানা যায়, রাত ১টার দিকে শহরে যাওয়ার পথে বিমান মোড়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

 

Manual3 Ad Code

এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আরোহীদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনের মৃত ঘোষণা করেন।

 

গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Manual7 Ad Code

 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।