১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

বদরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৯
বদরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

Sharing is caring!

নার্গিস ইসলাম,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের বদরগঞ্জে পাওয়ার ট্রিলারে প্রান গেল বুলু খাঁ (৪৭) নামের এক শ্রমিকের,এ ব্যাপারে বদরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে,ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল দ্দশটার দিকে উপজেলার রামনাথপুর উত্তর মোকসেদপুর পাঠান পাড়া গ্রামে,সরেজমিন ও প্রত্যক্ষ সুত্রে জানা যায়,পাঠান পাড়া গ্রামের তবারক আলীর ছেলে শ্রমিক বুলু খাঁ ওঁই দিন পাওয়ার ট্রিলার দিয়ে প্রতিবেশী দয়ালের জমিতে সার মাটি বহন করতে গিয়ে ট্রিলার থেকে পড়ে তার মাথা থেঁতলে যায়,এ সময় রক্তাত্ত অবস্তায় বদরগঞ্জ হাঁসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাঃ তাকে মিরতু বলে ঘোষনা করে।
বদরগঞ্জ থানার থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন,এ বাপারে থানায় একটি ইউ ডি মামলা হয়েছে।