Sharing is caring!
নিজ ইউনিয়নে জনসেবামূলক কার্যক্রম করে ব্যাপক প্রশংসিত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি (দিনাজপুর):- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ০৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নিজ এলাকায় জনসেবামূলক কার্যক্রম এবং সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে এলাকাবাসীর ব্যাপক সুনাম ও প্রশংসা অর্জন করেছেন। ০৩ নভেম্বর ২০২৫ (সোমবার) চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেনের কার্যালয়ে সরেজমিনে দেখা যায় তিনি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে ব্যাস্ত সময় পার করছেন। চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে ১১ টন চাল কিনেছেন এবং ১০ কেজি থেকে শুরু করে ৩০ কেজি পর্যন্ত চাল ০৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করছেন।
সরেজমিনে দেখা যায়, অত্র ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের একজন দুস্থ মহিলাকে তিনি নিজস্ব তহবিল হতে চালের বস্তা দিয়ে সাহায্য করছেন, এছাড়াও এলাকার অসহায় ও প্রান্তিক শ্রেনীর মানুষ সাহায্যের জন্য তার কাছে এলে নিজস্ব তহবিল হতে আর্থিক সহায়তা করে যাচ্ছেন। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজ অর্থায়নে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এলাকবাসীর কাছে ব্যাপক প্রশংসা ও সুনাম অর্জন করেছেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। উপস্থিত এলাকাবাসী জানান, চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের কাছে সাহায্যের জন্য আসলে তিনি কখনও খালি হাতে ফেরাননা। আমরা বারবার ০৩ নং সিংড়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে সাজ্জাদ হোসেনকে চাই।
চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, মানুষ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করুক আর না করুক জনসেবাই আমার মূল লক্ষ্য। আমি আজীবন জনগণের সেবা করে যাব। এছাড়াও নিজ এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, চুরি-ডাকাতি, পারিবারিক বিরোধ, জুয়া ও মাদক সেবনের মত অভিযোগ এলে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তা সমাধান করেন এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহন করে সামাজিক অবক্ষয় দুর করার চেষ্টা করেন। চেয়ারম্যান সাজ্জাদ হোসেন আরও জানান, ০৩ নং সিংড়া ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন গড়তে তিনি বদ্ধপরিকর।