বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জনের নাম প্রকাশ করা হয়। তাঁরা হলেন মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), এ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সোহান (৩৮), এনায়েত (৪৫), নুর আলম (৪৫) ও তোফায়েল (৫০)। বাকিদের নাম জানায়নি ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, চোর, পরোয়ানাভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন।