১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

বাক-প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২৫
বাক-প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ

Sharing is caring!

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিফোটার:- কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামে বাক-প্র‍গিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মোঃ জাহাঙ্গীর নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ।

কুমিল্লার লালমাইয়ে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একজন বাক প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ওই প্রতিবন্ধী তরুণীর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে লালমাই থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের একটি নির্মীয়মাণ ভবনের লেবার রুমে এ ঘটনা ঘটে।
মামলায় উল্লেখিত আসামিরা হলেন-লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত মোঃ আরব আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর (৫০) ও মৃত রজ্জব আলীর ছেলে মোঃ বাহার মিয়া (৫০)।
অভিযোগের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মোঃ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে।