২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

সংবাদমাধ্যমের উপর আঘাত মেনে নেবে না সরকার

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪
সংবাদমাধ্যমের উপর আঘাত মেনে নেবে না সরকার

Sharing is caring!

সংবাদমাধ্যমের উপর আঘাত মেনে নেবে না সরকার

বিশেষ প্রতিনিধি ঢাকা: দেশের কোন সংবাদমাধ্যম বন্ধ হয়ে যাক- এমনটা চায় না অন্তর্বর্তীকালীন সরকার। তারা সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের নির্দেশে সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ভাঙচুরের পর মঙ্গলবার (২০ আগস্ট) এ বার্তা দেয়া হলো।

এদিকে, নিরাপত্তাহীনতা ও বেতন বৈষম্যের অজুহাতে সময় টিভির সম্প্রচার বন্ধের প্রতিবাদে প্রতিষ্ঠানটির কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। এছাড়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে।

এর আগেও দুর্বৃত্তরা ডিবিসি ও এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে হামলা চালিয়েছিল।

এ ছাড়া সারা দেশে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কে নানান ভাবে হামলা ও হয়রানির শিকার করছে কিছু দুর্বৃত্তরা
ডিএসইসি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন কেন্দ্রীয় কমিটি গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলারও নিন্দা জানিয়েছে।