২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পরও মানুষ চিনত না; সুর কৃষ্ণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৪
জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পরও মানুষ চিনত না; সুর কৃষ্ণ

Sharing is caring!

স্টাফ রিপোর্টার: সম্প্রতি এক সাক্ষাৎকারে বক্সার সুর কৃষ্ণ চাকমা নিজের একসময়ের আক্ষেপের কথা বলেছেন। সারা দেশে বক্সিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও মানুষ তেমন চিনত না, জানত না। অথচ সারা বিশ্বে প্রফেশনাল বক্সারের মধ্যে সুর কৃষ্ণ এখন ৮০০ তম।

তবে এখন দেশের মানুষ বক্সিং সম্পর্কে জানছেন। সবার কাছে বেশ সমাদৃত হচ্ছেন খেলোয়াড়রা। তাই ক্যারিয়ার নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন সুর কৃষ্ণ।

তিনি বলেছেন, “নিজের কাজের জন্য যদি মানুষের ভালোবাসা পাওয়া যায়, তাহলে এই জায়গাতেই সবচেয়ে বেশি স্বার্থকতা। ”
আগামীতে আরো জয় ছিনিয়ে নিয়ে এসে বাংলাদেশকে বিদেশের মাঠিতে গর্বিত করবেন এটাই প্রত্যাশা।