Sharing is caring!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ষষ্ঠ জাতিসংঘ পরিবেশ সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে যোগ দেওয়ার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী কেনিয়া যাচ্ছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি কেনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব এখন জলবায়ু পরিবর্তন, প্রকৃতি ও জীববৈচিত্র্যের হ্রাস এবং (প্লাস্টিক) দূষণের ত্রিশঙ্কা মোকাবেলা করায় এবারের জাতিসংঘ পরিবেশ অধিবেশনের থিম নির্ধারিত হয়েছে ‘জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের হ্রাস এবং দূষণ মোকাবেলায় কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সহযোগিতামূলক পদক্ষেপ’।
মন্ত্রী সাবের হোসেন চৌধুরী অধিবেশনের হাই লেভেল সেগমেন্টে অংশগ্রহণ, বাংলাদেশের কান্ট্রি স্টেটমেন্ট প্রদান এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনে দেশের সাফল্য তুলে ধরবেন।
পরিবেশগত সুরক্ষায় জাতীয় উদ্যোগ ও মালিকানার গুরুত্বের পাশাপাশি তিনি বৈশ্বিক ঐক্য ও কর্মের গুরুত্ব তুলে ধরবেন।
জাতিসংঘ পরিবেশ সম্মেলনে যোগদান শেষে আগামী ৩ মার্চ তাঁর দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।