২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

বশেমুরবিপ্রবির বাংলা বিভাগের গোপালগঞ্জের শিক্ষার্থীদের আয়োজনে চড়ুইভাতি, এ যেন ছেলেবেলা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৩
বশেমুরবিপ্রবির বাংলা বিভাগের গোপালগঞ্জের শিক্ষার্থীদের আয়োজনে চড়ুইভাতি, এ যেন ছেলেবেলা

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: (২০ সেপ্টেম্বর,বুধবার) বশেমুরবিপ্রবির বাংলা বিভাগের গোপালগঞ্জের একাংশ শিক্ষার্থীদের আয়োজনে সহযোগিতায় চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।

একই বিভাগে পড়াশুনা করলে ও তাদের একসঙ্গে দেখা হয়না নিয়মিত।নানান জটিলতায় আটকে নড়বড়ে হয়ে পড়েছিল তাদের বন্ধন।অবশেষে মিটেছে সিনিয়র জুনিয়রদের জমে থাকা সকল আক্ষেপ।

পিকনিক বা চড়ুইভাতি বা বনভোজন এখন আমাদের সংস্কৃতির অন্যতম অঙ্গ।চড়ুইভাতিতে কলার পাতায় করে এক সময় খাওয়া হলে ও কালক্রমে এ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে।সিনিয়র জুনিয়রদের আয়োজনে এ চড়ুইভাতির আয়োজন করা হয় যেখানে বাংলা বিভাগের গোপালগঞ্জের শিক্ষার্থীদের একাংশ অংশগ্রহন করে।
চড়ুইভাতিতে শিক্ষার্থীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশীয় আয়োজনে কলার পাতায় খাওয়ার পর বিরতির পর থেকে নিয়ে গান,লুডু,কার্ড খেলার আয়োজন করা হয়।

বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তুফান চৌধুরী বলেন, আজকের এই আয়োজন আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া। ব্যস্ততার কারণে সময় হয়ে উঠে না। তবে আজ অনেক আগ্রহ নিয়ে এসেছিলাম আর তা পূরণও হয়েছে। সবার আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে এই প্রোগ্রাম কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়েছে। সিনিয়র জুনিয়র সবাই মিলে মিশে খুব আনন্দের সাথে কাজ করেছে। বন্ধুত্বপূর্ণ পরিবেশ সবসময় বিরাজমান ছিল।এই বন্ধন আরও দৃঢ় হোক এই কামনা করি।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,চড়ুইভাতি অনুষ্ঠান উপভোগ করে খুবই আনন্দিত। দীর্ঘ এক মাসের পরীক্ষায় ক্লান্ত মনকে পরিশুদ্ধ করে বেশ উল্লসিত বোধ করতেছি।