Sharing is caring!
ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে গোলাপবাগে মহাসমাবেশ করা প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার (২৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।
এদিকে কোথায় দলটির মহাসমাবেশ হবে সে বিকেল সাড়ে ৪টার সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ঘোষণা দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়েরুল কবির খান।
এর আগে বিএনপির পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে মহাসমাবেশের অনুমতির চেয়ে আবেদন করা হয়।