২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে এক ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত মার্চ ৫, ২০২৩
সোনাইমুড়ীতে এক ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা যায়, ভারতের পশ্চিম কলকাতার বাসিন্দা অরিন্দম চ্যাটার্জি প্রায় এক বছর পূর্বে বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আবুল কালামের মেয়ে তামান্না সুলতানা মুক্তাকে বিয়ে করেন। শনিবার তিনি তার ঢাকার কয়েকজন বন্ধুসহ নোয়াখালীতে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। তার স্ত্রী জানান, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা নেওয়ার পথে অবস্থার অবনতি হয়। এসময় তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান জানান, অরিন্দম চ্যাটার্জিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সোনাইমুড়ী থানাকে জানালে পুলিশ লাশ নিয়ে আসে এবং লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, এই বিষয়ে কোন লিখিত অভিযোগ কেই করেনি তবে তিনি বিদেশী নাগরিক হওয়ায় পুলিশ লাশের ময়না তদন্তের ব্যবস্থা করেছে। ডাক্তারী প্রক্রিয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।