১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে জামানত হারানো সেই নেত্রী

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে জামানত হারানো সেই নেত্রী

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে ২য় বারের মতো আবারও সদস্য হলেন অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

রোববার (১ জানুয়ারি) ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে তাকে সদস্য করা হয়।

সদ্য অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট ব্যবধানে হেরে জামানত হারান ডালিয়া।

রসিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬। সে হিসেবে প্রার্থীকে অন্তত পেতে হতো ৩৪ হাজার ৩৯২ ভোট। লুৎফা ডালিয়া পান ২২ হাজার ৩০৬ ভোট।

রংপুরের এই নেত্রী সদ্য বিলুপ্ত কমিটিতেও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্য ছিলেন।

হোসনে আরা লুৎফা ডালিয়া এর আগে সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের সাবেক পিপিসহ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। ডালিয়া বর্তমানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি পদে রয়েছেন।

এদিকে, রসিক নির্বাচনে প্রার্থীর জামানত হারানোর ঘটনায় দলীয় সিদ্ধান্তে জেলা ও মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।