৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শাহজালাল বিমানবন্দরে ১২ কেজি সোনা জব্দ

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২
শাহজালাল বিমানবন্দরে ১২ কেজি সোনা জব্দ

Sharing is caring!

 

শেখ তিতুমীর পিআইডি ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা পুলিশ। জব্দ করা সোনার মূল্য প্রায় ৮ কোটি টাকা।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সিঙ্গাপুর থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি (১০৩৪ ভরি) সোনা জব্দ করে কাস্টমস গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ১২ কেজি বা ১ হাজার ৩৪ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।