১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২
ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেত্তা গোলিসানো ছাড়াও দুইজন নারী নিহত হয়েছেন। তারা হলেন- এলিসাবেত্তা সিলেনছি ও সাবিনা স্পেরানদিও। এই ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে এই ঘটনা ঘটেছে। বান্ধবীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী। আকস্মিক এই আক্রমণের ঘটনায় ৫৭ বছর বয়সী একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাফের ভেতর স্থানীয় বাসিন্দাদের বানানো কমিটির বৈঠক চলছিল। ওই কমিটির বোর্ডের কয়েক জনের সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব ছিল সন্দেহভাজন ব্যক্তির। ফিদেনে এলাকার ওই ক্যাফেতে বৈঠকের কমিটির ভাইস প্রেসিডেন্ট লুসিয়ানা সোরবাও উপস্থিত ছিলেন। ক্যাফেতে ঢুকে হামলাকারী চিৎকার করে বলেন- আমি তোমাদের সবাইকে হত্যা করব। এরপর বন্দুক থেকে গুলি ছোড়ে সে।

তবে কয়েকটি গুলি চালানোর পর ক্যাফেতে উপস্থিত ব্যক্তিরা হামলাকারীকে নিবৃত্ত করে। পরে পুলিশ এসে তাকে আটক করে। আহত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ ও দুই জন নারী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোমের মেয়র রোবের্তো গুয়ালতিয়েরি এই গুলির ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি এই বিষয়ে একটি জরুরি বৈঠক করবেন বলেও জানা গেছ।