Sharing is caring!

মোঃফিরোজ কবির,সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ১০ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
১০ ডিসেম্বর (শনিবার) সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ অফিসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
এরপর সেখান থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু।
এছাড়া ও বক্তব্য রাখেন, ওসি তদন্ত সেরাজুল হক। সাবেক কমান্ডার, এমদাদুল হক বাবলু। সাবেক কমান্ডার সিরাজুল হক। উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মান্নান আকন্দ। সুন্দরগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লেলিন। সাবেক যুগ্ম আহ্বায়ক পৌর ছাত্রলীগ সুমন মিয়া। সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান নূর সহ আরও অনেকে।