৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে পরিবর্তন

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২২
প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে পরিবর্তন

Sharing is caring!

 

পিআইডি প্রতিবেদক শেখ তিতুমীরঃ প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পদে নিয়োগ পেয়েছেন যুগ্ম সচিব মনিরা বেগম। তিনি এত দিন ধরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) আল মামুন মুর্শেদকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যত দিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা প্রধানমন্ত্রী এই দুই কর্মকর্তাকে তাঁর একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এর আগে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব করা হয়েছে।