১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২২
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা

Sharing is caring!

মোঃ জান্নাত মোল্যা,গোপালগঞ্জ : দীর্ঘ সাত বছর পর আজ ১লা ডিসেম্বর (বৃহস্পতিবার) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে নেতাকর্মী, সমর্থক ও বঙ্গবন্ধুপ্রেমীরা সভাস্থলে আসা শুরু করে। সকাল ১১টায় এই সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ শহর। বইছে উৎসবের আমেজ। প্রশাসনের পক্ষ থেকে জেলাজুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সম্মেলনে ত্যাগী আর যোগ্য নেতাকে নেতৃত্ব দেওয়ার দাবি স্থানীয় নেতা-কর্মীদের।

উক্ত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে মাহবুব আলী খানকে সভাপতি ও জিএম শাহাবুদ্দিন আজমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কাজী লিয়াকত আলীকে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আবু সিদ্দিক শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গোলাম কবিরকে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও আলিমুজ্জামান বিটুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।