১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২২
আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী

Sharing is caring!

 

শেখ তিতুমীর পিআইডি ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে এ বিষয়ে বুধবার (৯ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী।

সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, বিকেল সোয়া ৩টার দিকে সংবাদ সম্মেলন শুরু হবে।
গত ২৪ জুলাই ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ। ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আইএমএফ’র একটি প্রতিনিধি দল ২৬ অক্টোবর ঢাকায় আসে।