১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

নাগরপুরে গণহত্যায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও গভীর শ্রদ্ধা

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২
নাগরপুরে গণহত্যায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও গভীর শ্রদ্ধা

Sharing is caring!

 

 

মোঃ শফিকুল ইসলাম সবুজ টাংগাইল নাগরপুর উপজেলা প্রতিনিধিঃ

 

টাংগাইলের নাগরপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ শে অক্টোবর) টাংগাইলের নাগরপুরে ১৯৭১ এ পাক-হানাদার বাহিনীর গুলিতে নিহত শহীদদের স্মরণে দিবসটি পালন করা হয়েছে। টাংগাইলের নাগরপুর গয়হাটা ইউনিয়নের বনগ্রাম গণকবরে ৫৭ জন শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রদ্বা নিবেদন করছেন বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটিসহ বনগ্রাম ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেত্রবৃন্দ এতে অংশ নেন। শ্রদ্বা নিবেদন শেষে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান। পরিচালনা করেন বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক মোঃ আনিসুর রহমান, ২৫ শে অক্টোবরে পাক-হানাদার বাহিনীর গুলিতে নিহত শহীদ পরিবারের সন্তান মোঃ আসাদুজ্জামান সবুজ, বনগ্রাম ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রমুখ। ২৫ শে অক্টোবরে পাক-হানাদার বাহিনী বনগ্রাম নামক এলাকায় মুক্তি বাহিনীর উপর হামলা চালিয়ে ৫৭ জন কে গুলি করে হত্যা করে। এবং ১২৯ টি বাড়ী আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয় তখন থেকেই দিবস টি পালন করে আসছে এলাকায় বাসী।