Sharing is caring!

শেখ তিতুমীর (পিআইডি) ঢাকা :- যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান তিনি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন সুনাক। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা। সেই সঙ্গে তাকে সরকার গঠনের আহ্বানও জানান।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। এরই ধারাবাহিকতায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, চলতি বছর কমনওয়েলথ দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছি আমরা। আমরা আশা করি, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিক দিয়ে ভবিষ্যতেও এ বন্ধুত্ব অব্যাহত থাকবে।’