২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২২
নোয়াখালীতে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত

Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা এবং র‌্যালি সহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় নোয়াখালী পৌরসভার উদ্যোগে আলোচনা সভা কেক কাটা ও দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক মো. শহিদ উল্যাহ খান সোহেল। এর আগে শেখ রাসেল দিবসে প্রতীকীতে ফুল দিয়ে শ্রদ্ধা পৌর মেয়র ও কর্মকর্তা এবং কাউন্সিলররা। এছাড়া জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেন এলজিইডির নির্বাহী১ প্রকৌশলী একরামুল হক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।