২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

চাটখিল দারুল আরকান দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও গুণীজন সংবর্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২২
চাটখিল দারুল আরকান দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও গুণীজন সংবর্ধন

Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের মেকরারচরে দারুল আরকান নুরানী দাখিল মাদ্রাসার নতুন ভবন শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উদ্বোধন করা হয়েছে। মল্লিক ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত ভবন উদ্বোধন করেন মাদ্রাসার সহ-সভাপতি ও মল্লিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইফ মল্লিক। উদ্বোধন শেষে মাদ্রাসার সভা কক্ষে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। এই উপলক্ষে মাদ্রাসার সভাপতি খোরশেদ আলম মল্লিকের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা মাছুম বিল্লাহ্’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, চাটখিল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্যাহ, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, আবদুল ওহাব ডিগ্রি কলেজের সহ-সভাপতি হারুন অর রশিদ, ঐ মাদ্রাসার সেক্রেটারী মাওলানা মোরশেদ আলম, হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, সংবর্ধিত শিক্ষক মাওলানা মজিবুর রহমান হামিদী ও মল্লিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইফ মল্লিক, মাওলানা আবদুল কুদ্দুস প্রমুখ।

সভা শেষে চাটখিল উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত হওয়ায় মাওলানা মজিবুর রহমান হামিদী কে ও সমাজ সেবায় অসামান্য কর্তৃত্বের জন্য মল্লিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইফ মল্লিক কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়