২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

” কান্নায় আঁখি জল হয়ে ———বিরহে শুকিয়েছ আজ ” শেখ তিতুমীর আকাশ।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২২
” কান্নায় আঁখি জল হয়ে ———বিরহে শুকিয়েছ আজ ” শেখ তিতুমীর আকাশ।

Sharing is caring!

” কান্নায় আঁখি জল হয়ে
———বিরহে শুকিয়েছ আজ “

শেখ তিতুমীর আকাশ

কত রাত নির্ঘুম কাটিয়েছি প্রিয় সকলি তোমার দান,
হৃদয় পটে তোমার স্মৃতি চির দিনি অম্লান—
তুমি বিনা লেখা কারু কাজ হয়েছে আজ শেষ,
তোমাকে নিয়ে কবিতার খাতায় স্মৃতির পাতায়.. লিখেছি যে কাব্য বেশ।।

বাস্তবতার কঠিন চাবুকে ক্ষত পিষ্ঠ আমার গা,
হৃদয়ের পোড়া যত জাগ্রত উপহার দিয়েছ যা—
তুমি তো আমার কবিতার সেই বিরহের সূর …
কান্নায় আঁখি জল হয়ে বিরহে শুকিয়েছ আজ,
হৃদয়ে রক্তক্ষরণ মনের আকুতি মরণ যে কবে..
আসিবে সাঁজ।।

হৃদ মাঝে রেখে ছবি আমি যে এক ব্যর্থ কবি
তবে কি তুমি এই চেয়েছিলে?
জীবনের সুখ যদি দিবেই কিছুক্ষণ তবে কেনইবা ..
তুমি মোর জীবনে এলে—
আমায় খেয়ালের ভুলে ভাসিয়ে কালের স্রোতে,
তুমি আজ দুর বহু দুরে কোন লালসে ছেড়ে গেলে..
তুমি প্রশ্ন তোমার তরে।।

যদি গো সখ থাকে তোমার পোড়াতে এই দুচোখ,
দেখিতে চাও আমায় ঐ আকাশে জোছনা রাতের
তারা হব আমি—
যদি দেখিতে আমায় তোমার বড় জাগে সখ !
তবে জেনে নিও তুমি, এই দেখা হবে শেষ দেখা,
ঐ আকাশে অনাধী কাল পযন্ত….
তোমার আসে তারা হয়ে জ্বলব আমি একা একা।।

 

সময় :- ০২/০৯/২০২২ইং।